নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পক্ষ থেকে সিলেট,সুনামগঞ্জসহ বন্যাদুর্গতদের সহায়তায় অনুদান হিসেবে ২৬ লাক্ষ টাকা প্রধানমন্ত্রীরত্রাণও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভার্চ্যুয়াল উপস্থিতিতে এ অনুদান প্রদানকরা হয়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ম্যানেজিংডিরেক্টর এন্ড সিইও মো: আব্দুল মান্নান এবং ব্যাংকের চেয়ারম্যান মো: রইছউল মন্ডল আলম। এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।