পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুকসুদপুর থানার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

মেহের মামুন: ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুকসুদপুর থানা পুলিশের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টায় মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার নেতৃত্বে থানার সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, সেকেন্ড অফিসার শুভ্র জিৎ, এস আই আলমগীর কবির, এসআই কামরুল ইসলাম, এসআই মোসলেমসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য। পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সকলে সরাসরি উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে হাজারো মানুষের ঢল
পরবর্তী নিবন্ধমার্কিন নারীদের গর্ভপাতের অধিকার আইন বাতিল