মুকসুদপুরে ফল মেলা উদ্বোধন করলেন ফারুক খান

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ,  সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে ফল মেলা উদ্বোধন ও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন ) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসাবে ফল মেলা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দস আহমেদ। অনুষ্ঠিত ফল মেলায় উপজেলার বিভিন্ন ফল চাষীদের থেকে ১২০ প্রজাতির দেশি ফল সংগ্রহ করে প্রদর্শণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৯
পরবর্তী নিবন্ধ২০৩ দেশে ৭৫১ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী