‘বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে উদ্যোগ নিচ্ছেন বাজুস প্রেসিডেন্ট’

কুষ্টিয়া প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের সব ধরনের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নিচ্ছেন।

বাজুসের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাজুসের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

শুক্রবার বেলা ১১টায় বাজুস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিলীপ কুমার রায় বলেন, ‘বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ শিল্প পরিবার আজ সংগঠিত। তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাজুস পরিবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে আগামী দিনগুলোতে স্বর্ণ শিল্পে এক নতুন অধ্যায় রচিত হবে- সেই লক্ষ্য নিয়েই বাজুস কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে। যার সুফল আপনারা আগামীতে ভোগ করবেন। তাই আমাদের স্বার্থেই বাজুস সভাপতির হাত শক্তিশালী করতে হবে। ’

সবাইকে বাজুসের সদস্য হয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাজুস কুষ্টিয়া জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুসের উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, কার্য নির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট ও মেম্বারশিপের সদস্য সচিব রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সদস্য রাকিবুল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল আহম্মেদ করিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে জেলার প্রায় কয়েক শত স্বর্ণ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বাজুসের নতুন জেলা কমিটিতে সভাপতি হিসেবে বিজন কর্মকার ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল আহম্মেদ করিম দায়িত্ব নেন।

পূর্ববর্তী নিবন্ধবরিশালে গান গেয়ে মঞ্চ মাতালেন মি‌মি চক্রবর্তী
পরবর্তী নিবন্ধকুসিক নির্বাচনের ফলাফল সরকারের ইচ্ছায় নির্ধারিত হয়েছে: রব