নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এনজিওগ্রাম করার পরই তার হার্টের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
শুক্রবার (১০ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তার অসুস্থতার খবর পেয়ে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ও ডা. এফ এম সিদ্দিকী দ্রুত তার বাসায় গিয়ে চিকিৎসা দেন। পরে রাত ৩টা ২০মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে রাতেই তার গুলশানের বাসভবনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছুটে যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বেগম সেলিমা রহমান, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।