বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে: পলক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বুধবার (৮ জুন) রাজধানীর কেআইবি মিলনায়তনে ব্লকচেইন অলিম্পিয়াডের সমাপনী আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা করেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আমরা একটি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করবো।

এই উদ্যোগে তরুণরাই প্রধান। আর তাদের হাত ধরেই বিশ্বের কাছে বাংলাদেশ ব্লকচেইনের হাব হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং, ক্ষুদ্রঋণ থেকে শুরু করে কোন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন আরো নিরাপদ করা সম্ভব। এমন আয়োজন এই প্রযুক্তি সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন বিষয়ে উৎসাহিত করতে আইসিটি বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০টি দল ছাড়াও অংশগ্রহণ করেন ১০টি প্রফেশনাল দল। এই ৬০টি দলের মধ্য থেকে সেরা দল নির্বাচিত করা হয়। এবছর অলিম্পিয়াডে ১৮০টি প্রজেক্ট জমা পড়ে। সমাপনী আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার বিয়েতে শাহরুখ খান
পরবর্তী নিবন্ধ“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত