এক ইনিংসে ৯ ব্যাটারের পঞ্চাশের বেশি রান, ক্রিকেটে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফির ম্যাচে হলো ইতিহাস। এক ইনিংসে নয় ব্যাটার করলেন কমপক্ষে হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম।

ঝাড়খন্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ৭ উইকেটে ৭৭৩ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বেঙ্গল। বেঙ্গলের ব্যাটাররা এক থেকে নয় পর্যন্ত সবাই পঞ্চাশের ঘর পেরিয়েছেন।

এর মধ্যে আবার দুজন সেঞ্চুরিও করেছেন। তিন নম্বরে নেমে সুদিপ কুমার ১৮৪ এবং চারে অনুসতাপ মজুমদার করেছেন খেলেছেন ১১৭ রানের ইনিংস।

নয় ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংস, প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস

ব্যাঙ্গালুরুর জাস্ট ক্রিকেট একাডেমিতে গত ৬ জুন শুরু হয়েছে ম্যাচটি। পাঁচদিনের লড়াই শেষ হওয়ার কথা ১০ জুন।

এছাড়া বাকি তিন কোয়ার্টার ফাইনালে খেলছে মুম্বাই-উত্তরাখণ্ড, কর্ণাটক-উত্তর প্রদেশ, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ।

 

পূর্ববর্তী নিবন্ধফোনে হুমকি, গুজব বলে উড়িয়ে দিলেন সালমান খান
পরবর্তী নিবন্ধইনস্টাগ্রামে বিরাট কোহলির ইতিহাস