লর্ডসে হবে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক : লর্ডসে হবে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসি চেষ্টা করছে লর্ডসের মতো একটি আইকনিক ভেন্যুতে মেগা এই ইভেন্টের ফাইনাল আয়োজন করতে।

যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরের ফাইনালও লর্ডসে হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সেবার ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউ জিল্যান্ড।

এবার অবশ্য যুক্তরাজ্যে করোনার বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। বায়ো-বাবলের ক্ষেত্রেও অতোটা কড়াকড়ি নেই। সে কারণে এবার আইসিসি আশাবাদী হয়ে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজন করতে।

এ বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমি মনে করি ফাইনাল লর্ডসে হবে। সেখানেই আমরা আয়োজন করতে চেয়েছি। এখন আমরা করোনামুক্ত। কোনো বিধি-নিষেধ নেই। সুতরাং আশা করছি ফাইনাল লর্ডসে আয়োজন করতে কোনো সমস্যা হবে না।’

তবে তার আগে আগামী মাসে আইসিসির সাধারণ সভায় ভেন্যু হিসেবে লর্ডসকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে হবে এবং ঘোষণা দিতে হবে।

 

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমায় জুটি হলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানি ও চম্পা
পরবর্তী নিবন্ধরোজ মল-মূত্র খাব, যদি তাতে বয়স ধরে রাখা যায় : কিম কার্দাশিয়ান