আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ : কাদের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সব কিছুর একটা শেষ আছে। বেশি বাড়াবাড়ি ভালো নয়। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন, আমরা কী মরে গেছি; নাকি বসে বসে তামাক খাব। আওয়ামী লীগ কী রাজপথ কাউকে ইজারা দিয়েছে।

রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলে ।

এসময় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদ করেছে ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। এ ধরনের স্লোগান দিয়ে ক্যাম্পাসে যাবে তাদের লোকেরা। এসব স্লোগান ফখরুল সাহেব শিখিয়ে দিয়েছেন তার লোকেদের শেখ হাসিনাকে হত্যার হুমকি দিতে। ছাত্রলীগ কী চুপ করে বসে থাকবে? নেত্রীকে এভাবে অপমান করা হচ্ছে। এ অপমান কী আমরা সইতে পারি। আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, যারা আমরা আওয়ামী লীগ করি, এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে। তারা ছাত্রদল দিয়ে নাকি ক্যাম্পাসে আন্দোলন শুরু করেছে। আমরাও দেখব কত ধানে কত চাল।

পূর্ববর্তী নিবন্ধজোনায়েদ সাকির দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ফাতেহা পাঠ