সরকার জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিও পালন করতে দেয়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক : সরকার শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘মানিকগঞ্জ, বরিশাল ও বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে হামলা করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, মিছিল-মিটিং নেই তারপরও সারাদেশে হামলা করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন করা সব দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বাংলাদেশে এটি করা মহাপাপ।

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার ফ্যাসিবাদ একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাচ্ছে। যে শাসনে বিরোধীদল থাকবে না এটা তার মেন্টালিটি— এ মানুষিকতার কারণে তিনি বিরোধীদল রাখতে চান না।

বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমানকে হত্যার বিষয়ে মানুষের মনে একটা প্রশ্ন শেখ হাসিনা ১৭ মে বাংলাদেশে এলেন আর ৩০ মে জিয়াউর রহমান মারা গেলেন। এটা নিয়ে মানুষ নানা কথা বলে। শেখ হাসিনার পথকে কন্টকমুক্ত (কাঁটা) করার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এ কথা অনেকেই বিশ্বাস করেন। কারণ শেখ হাসিনা দেশে আসার মাত্র ১৩ দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার দেশি এবং আন্তর্জাতিক প্রভুদের সম্মিলিত প্রচেষ্টায় এটি করা হয়েছে।

শেখ হাসিনা এখন তার পথের কাঁটা মনে করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে নানান মামলা আর খালেদা জিয়া কারাগারে।

এসময় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে ইতালির না থাকা দুঃখজনক : লিওনেল মেসি
পরবর্তী নিবন্ধজোনায়েদ সাকির দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক