স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন পেসার শহিদুল ইসলাম। তার পরিবর্তে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।
মঙ্গলবার দুপুরে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
হাসান জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন ২০২১ সালের মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে। পিঠের চোটে ভোগা এই গতি তারকা এরপর থেকে কার্যত মাঠের বাইরে ছিলেন। মাঠে ফেরেন ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে।
দলের সঙ্গে ব্যাকআপ পেসার হিসেবে যাওয়ার কথা ছিল হাসানের। শহিদুলের চোটে মূল দলেই যুক্ত হন টেস্ট ও টি-টোয়েন্টির স্কোয়াডে।
সাইড স্ট্রেইনের চোটে পড়ে ছিটকে গেলেন শহিদুল। তাকে মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ সপ্তাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের বদলি ফিল্ডার হিসেবে খেলতে নেমে ইনজুরিতে পড়েন শহিদুল।
হাসান একমাত্র টি-টোয়েন্টিতে কোনো উইকেটের দেখা পাননি। এ ছাড়া ৩ ওয়ানডে খেলে ওভার প্রতি ৬.৭৭ রান করে দিয়ে ৫ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৮ রানে ৩ উইকেট।