পিএসজির কিছু খেলোয়াড় মেসিকে বুঝতেই পারে না: নেইমার

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপের চুক্তি নবায়নের ঘোষণার সঙ্গে সঙ্গে পিএসজিতে কিছু গুঞ্জনের অবসান ঘটেছে ঠিক, তবে কিছু নতুন সমস্যাও তৈরি হয়েছে। যে সমস্যাগুলোতে আরো একটু ইন্ধন জুগিয়েছেন ব্রাজিলিয়ান তারকা লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলের সূচিতে এখন ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। সেখানেই একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং সুযোগ পেয়েই নিজের সবচেয়ে কাছের বন্ধু লিওনেল মেসির পক্ষাবলম্বন করে কিছু কথা বলেছেন। তবে, তার সেই বলা কথায় কিছুটা বিস্ফোরণের সুরও ছিল। নেইমার দাবি করেছেন, পিএসজির কিছু খেলোয়াড় আছেন, যারা মেসিকে বুঝতে পারেন না।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর একটি মৌসুম পার হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র লিগ ওয়ান ট্রফিটা জিততে পেরেছে পিএসজি। সব মিলিয়ে ১১টি গোল করেছেন মেসি। যার ৬টি লিগ ওয়ানে এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগে। ১৪টি করেছেন অ্যাসিস্ট।

মেসির মত একজন ফুটবলারের কাছ থেকে এ ধরনের পারফরম্যান্স নিশ্চয়ই কেউ আশা করেনি। তার কাছ থেকে চেয়েছিল আরও ভালো পারফরম্যান্স। তবে নেইমার দাবি করছেন, পিএসজির খেলোয়াড়রা মেসির খেলার ধরনই বোঝে না। যে কারণে মেসির সঙ্গে তারা মাঠে তাল মিলিয়ে খেলতেও পারছে না।

সমালোচকদের জবাব দিয়ে ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নেইমার বলেন, ‘লিও অনেক বছর বার্সেলোনায় কাটিয়েছে এবং ক্লাব ও শহর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তাছাড়া ভাষাও আলাদা। বিভ্রান্ত হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। সে শুধু একা শহর পরিবর্তন করেনি। পুরো পরিবার যাতে খাপ খাওয়াতে পারে এখানে, সে ব্যাপারটাও আছে।’’

তবে নেইমাদের পারফরম্যান্স নিয়ে যে সব সময় চুলচেরা বিশ্লেষণ হয় সেটা বলতেও তিনি ভুর করেননি। তিনি বলেম, ‘মেসি, এমবাপ্পে এবং আমি এমন খেলোয়াড়, যাদেরকে সব সময় পারফরম্যান্স, (গোল) সংখ্যা, শিরোপা এবং সব কিছুর ভিত্তিতে বিচার করা হয়। দল যেভাবে ফুটবল খেলছে, অনেক খেলোয়াড়ই আছে, যারা মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল ভালো দাম পেলে পিএসজি বিক্রি করে দেবে নেইমারকে। এ বিষয়ে নেইমারের নিজের বক্তব্য কী। জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে এমন কোনো কিছুর প্রস্তাব আসেনি। কেউ কোনো কিছু বলেনি। তবে, আমি পিএসজিতেই থাকতে চাই। এই ক্লাব ছেড়ে যাবো না।’

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন গাজীপুরের পোশাককর্মী পারভিন
পরবর্তী নিবন্ধজমজ চরিত্রে হাজির হচ্ছেন তানজিন তিশা