সাভার প্রতিনিধিঃ
অনিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘন্টার আল্টিমেটার দেয়ার পর সাভারে ২য় দিনের মতো বিভিন্ন হাসপাতাল অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার দিনব্যাপী চলমান এ অভিযানে তিনটি প্রতিষ্ঠান সীলগালাসহ বেশ কয়েটিকে সতর্ক করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাজমুল হুদা মিঠুর (জুনিয়র কনসালটেন্ট এ্যানেসথেসিস্ট) নেতৃত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়েদুর রহমান ও কার্ডিওলোজিস্ট ডাঃ আশরাফের সমন্বয়ে সাভার উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অবস্থিত দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাজার এলাকায় যমুনা ডিজিটাল হাসপাতাল এবং হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অবস্থিত কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়া সাভার মর্ডান প্লাজায় অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং আনন্দপুর এলাকার ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুততম সময়ের মধ্যে তাদের কাগজপত্র আপডেট করবার নির্দেশনা প্রদান করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুলা বলেন , স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের সেবা, পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে যে সকল হাসপাতাল প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে পারছেনা বা যাদের অনুমোদন নাই, আবার যাদের অনুমোদন আছে কিন্তু নবায়ন করেনি তাদেরকে সীলগালা করে দেয়া হচ্ছে। এছাড়া যাদের অপরাধ তুলনামূলক কম তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করার পাশাপাশি দ্রুত কাগজপত্র ঠিক করার তাগিদ দেয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে প্রথম দিনের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাভার জেনারেল হাসপাতাল, নিউ মুক্তি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও লাইসেন্স না থাকায় জ্যোতি চক্ষু হাসপাতালের উদ্ধোধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।