নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘করোনাকালে সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। বেশি বেশি রেমিট্যান্স আসছে। এখন বোঝা যাচ্ছে রিজার্ভ নিয়ে সরকার মিথ্যা বলছে।’
শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকার দেউলিয়া হতে বসেছে দাবি করে মান্না বলেন, ‘বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে মাত্র ৫-৬ মাস বিদেশি ব্যয় মেটানো সম্ভব। এরপর আর ব্যয় মেটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসছে।’
তিনি বলেন, ‘যখন পদ্মা সেতু বানানোর কাজ শুরু করেছিলেন, তখন বলেছিলেন ১২ হাজার কোটি টাকায় আপনারা এ কাজ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে এ সেতুর পেছনে খরচ হয়েছে ৪২ হাজার কোটি টাকা। পদ্মা সেতুর ব্যয় মেটাতে ১৫-২০ বছর বা তারও বেশি সময় লাগতে পারে।’