সাভার প্রতিনিধিঃ
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসূচী পালনা করেছে গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সাভার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দৈনিক ভোরের কাগজের সাভারে স্টাফ রির্পোটার আজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান খান, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।
এসময় আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গডফাদার ইরফানুল হক রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, সংবাদকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।
মাববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, এস এম পারভেজ মুন্না, সেলিম আহমেদ, মাসুম বাদশা, রুপকুর রহমান, শাহিনুর রহমান, আকলাকুর রহমান আকাশ, ওমর ফারুক, নোমান মাহমুদ, তুহিন, তপু ঘোষাল, ইমতিয়াজ উল ইসলাম জীবন, অঙ্গন সাহা, লোটন আচার্য্য প্রমুখ।
এছাড়াও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, ইউসুফ টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বাবলু, দিলকুশা মার্কেট এর পরিচালক নজির আহমেদ, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে মানববন্ধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।