মেহের মামুন, সংবাদদাতা, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোননয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিল এবং নারী কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন, কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৪ জন. ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন। প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো: আলা উদ্দীন আল মামুন। সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হাসেনউদ্দীন জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত এ্যাড. আতিকুর রহমান মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন, স্বতন্ত্র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আশরাফুল আলম শিমুল, আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, সাদ্দাদ করিম মন্টু, আহাদুল ইসলাম ও সাইফুদ্দীন সরদার বিদ্যুত। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আতিকুর রহমান মিয়া।
এছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, সাবেক বিএনপি নেতা আহজ্জাদ মহসিন খিপু, পৌর আওয়ামী লীগের সদস্য। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপ-প্রচার সম্পাদক শাহাদৎ মুন্সীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ১৫ জুন মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। মুকসুদপুর পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৩শ ৪৮, পুরুষ ভোটার ৮ হাজার ৬শ ৩৫, নারী ভোটর ৮ হাজার ৭শ ১৩। পৌরসভার ৯ ওয়ার্ড এর কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যা ১ নং ওয়ার্ড লখাইরচর এম.এ খালেক স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮শ ১১। ২ নং ওয়ার্ড প্রভাকরদী স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ২শ ৫৬। ৩ নং ওয়ার্ড নগর সুন্দরদী স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৬শ ১। ৪ নং ওয়ার্ড মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৭শ ৯৩। ৫ নং ওয়ার্ড সরকারী মুকসুদপুর কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৮শ ৩। ৬ নং ওয়ার্ড সরকারি সাবের মিঞা জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২শ ৩৩। ৭ নং ওয়ার্ড ২ নং কমলাপুর স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৩৫। ৮ নং ওয়ার্ড কমলাপুর পিকেইউএন স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৭শ ৩৬। ৯ নং ওয়ার্ড গোলাবাড়িয়া স.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৫শ ৮০জন। মোট ভোট কেন্দ্রের বুথের সংখ্যা ৪৫।