মানিকগঞ্জে হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে প্রাইভেটকারচালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর হোসেন সাইফুল ও আরিফুজ্জামান সজীব। তারা দুজনেই বর্তমানে পলাতক। এছাড়া আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত ও আজিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালে ২৮ জানুয়ারি ময়মনসিংহের হালুয়াঘাটের প্রাইভেটকারচালক জাহাঙ্গীর আলমকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর আসামিরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। খরব পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীকালে ছয়জনকে গ্রেফতার করা হয়। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৪৯ টাকা
পরবর্তী নিবন্ধমুকসুদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল