রূপালী ব্যাংকের গোপালগঞ্জ জোনের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের গোপালগঞ্জ জোনাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ মে )রূপালী ব্যাংক গোপালগঞ্জ জোনাল অফিসের আয়োজনে গোপালগঞ্জ কর্পোঃ শাখার কনফারেন্স রুমে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গোপালগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার মো. আবদুল মান্নান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জোনের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহকদের সুবিধার্থে নতুন ৩ সেবা চালু করেছে এসসিসি ব্যাংক
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে ৫ কার্যদিবস ধরে সূচক নিম্নমুখী অব্যাহত