নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, গত দুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন মির্জা আব্বাস। আজ ভোরে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়রুল।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান আজকে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানান তিনি।