জনতা ব্যাংকে আমাদের গৃহসবুজায়ন কার্যক্রমের আওতায় জন্মদিনে গাছ উপহার ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংকে আমাদের গৃহ সবুজায়ন কার্যক্রমের আওতায় জন্মদিনে গাছ উপহারক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ব্যাংকেরএমডি এন্ড এন্ডসিইও বীরমুক্তিযোদ্ধা মোঃআব্দুছ ছালাম আজাদ।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড এন্ডসিইও বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালামআজাদ বলেন, বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং পরিবেশ রক্ষায় স্কুল-কলেজ,রাস্তা, বাঁধ ও পরিত্যাক্ত স্থান গুলোতে আমাদের বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। একই সাথে কার্বন নিঃসরন কমাতে আমাদের বাড়ী-কর্মস্থলে সবুজায়ন গড়তে হবে। সভায় জন্মদিনে গাছের চারা উপহার হিসেবে বিতরনে তিনি সবাইকে আহ্বান জানান।তিনি জানান,জনতা ব্যাংক গ্রীন ব্যাংকিংয়ে অগ্রাধিকার দিচ্ছে।
সভাপতির বক্তব্যে আমাদের গৃহ সবুজায়ন কার্যক্রমের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, সবুজায়ন কার্যক্রম ত্বরাণি¦তকরতে সবাইকে নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমের আওতায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ইতিমধ্যে তিনিটি পাইলট প্রকল্পহাতে নেওয়াহ য়েছে।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুলজব্বার, শেখ মোঃ জামিনুর রহমান ও মোঃ আসাদুজ্জামান, পল্লীসঞ্চয় ব্যাংকের সাবেক ডিএমডি মোঃশহীদুলইসলাম, জনতা ব্যাংকের সাবে কজিএম মোঃশা’দত হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় ও এরিয়া অফিস প্রধান গণভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘পর্যটন দূত’ হয়ে সৌদি আরবে লিওনেল মেসি