পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিককে গুলি করে মারলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরে বিমান হামলার খবর সংগ্রহের সময় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১১ মে) এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীর থেকে আল জাজিরার আরেক সংবাদদাতা নিদা ইব্রাহিম জানিয়েছেন, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার (শিরীন) মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরীন জেনিনে সংঘটিত ঘটনাগুলোর খবর সংগ্রহ করছিলেন, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে। সেই সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

নিদা ইব্রাহিমের কথায়, এটি শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি বড় ধাক্কা।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় একরাতে ৩৩ এমপির বাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধজুনে পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি: কাদের