এশিয়ান আরচারিতে ৪ পদক বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-২ এ বাংলাদেশ চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ একটি রৌপ্য ও তিনটি তাম্র পদক।

মঙ্গলবার কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস) ১৯০-১৭৭ পয়েন্টে ইরাককে পরাজিত করে তাম্র পদক পেয়েছে।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমান) ফাইনালে ২১৮-২২৪ পয়েন্টে ভারতের নিকট পরাজিত হয়ে রৌপ্য পদক পেয়েছে।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়) ১৫২-১৪১ স্কোরে ইরাককে পরাজিত করে তাম্র পদক পেয়েছে।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ স্কোরে নিজ দেশের সুমা বিশ্বাসকে পরাজিত করে তাম্র পদক পেয়েছে।

বুধবার টুর্নামেন্টের শেষ দিনে বাংলাদেশ রিকার্ভ ডিভিশনে ৩টি স্বর্ণ পদকের ম্যাচে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো হলো- রিকার্ভ মহিলা দলগত, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ পুরুষ একক ইভেন্ট।

 

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধদেশের সব স্কুল-কলেজে আরবি পড়ানো উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী