শ্রীলঙ্কার সহিংসতা নিয়ে যা বলছেন অর্জুনা রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক  : কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের কারণে মাসখানেক ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা পদত্যাগ করার পর শ্রীলঙ্কায় অস্থিরতা আরো বেড়ে গেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের মধ্যে চলছে ভয়াবহ সহিংসতা। ক্ষমতাসীন দলের একজন এমপিসহ পাঁচজন নিহত হয়েছেন। এই অস্থিরতা নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা।

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে এই ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ এবং পরিস্থিতি বাজেভাবে নিয়ন্ত্রণ করেছে বলে তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক পরিকল্পিত ঘটনা ছিল। এজন্য আমি পুলিশ বাহিনীকে দোষ দেই। তারা খুব বাজেভাবে এটা সামলেছে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো, তাহলে এমন পরিস্থিতি এড়ানো যেত। অনেকেই মাতাল হয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়নি এবং নিরীহ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।’

তিনি আরো যোগ করেন, ‘টেম্পল ট্রিতে কিছু সরকার সমর্থকরা বিশৃঙ্খলা তৈরি করেছে। গত কয়েক বছর ধরে এই সমস্যা তৈরি করা মন্ত্রীদের কয়েকজন এই লোকগুলোকে শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা তৈরিতে উসকানি দিয়েছে।’

রানাতুঙ্গা বলেছেন, কোনো কিছু নষ্ট না করে এবং কারো ক্ষতি না করেই রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল লঙ্কানরা। কিন্তু তাদের ওপর নিষ্ঠুরভাবে হামলা চালানো হয়। এমনটা প্রত্যাশিত ছিল না। অর্থনৈতিক সংকটে ভোগান্তির কারণে নিরীহ মধ্যবিত্তরা প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দুষ্কৃতিকারী আইন নিজের হাতে তুলে নিয়ে মন্ত্রীদের বাসভবনে হামলা চালায়।

সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘সহিংসতা এই সমস্যার সমাধান নয়। সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া উচিত নয়, কারণ এগুলো শ্রীলঙ্কানদের টাকায় গড়া। সহিংসতা উসকে দিতে কেউ কেউ নিরীহ লোকদের ব্যবহার করছে।’

পূর্ববর্তী নিবন্ধআইবিটিআরএ- তে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের চান্দার বিলে পানির নিচে ১১ হাজার হেক্টর জমির ধান