‘উইমেন্স টি-টোয়েন্টি’ চ্যালেঞ্জ মাতাবেন সালমা

স্পোর্টস ডেস্ক : মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডাক পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন। তাকে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান তাওহিদ মাহমুদ। শুক্রবার (৬ মে) বিকেলে তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সালমা ডাক পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের। তাকে অনাপত্তিপত্রও দেওয়া হয়েছে।’

বিসিসিআইয়ের আয়োজনে তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে, শেষ হবে ২৮ মে। খেলাগুলো হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। দলগুলো হলো ট্রেইলব্ল্যাজার্স, ভেলোসিটি ও সুপারনোভাস। এর আগে দুই আসরেও খেলেছিলেন সালমা। কোন দলে খেলবেন এখনো ঠিক হয়নি।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রথমবার হয় ২০১৮ সালে মুম্বাইতে। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্ল্যাজার্স। এরপর করোনার কারণে অনুষ্ঠিত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমনি
পরবর্তী নিবন্ধসরকারবিরোধী বিক্ষোভে নাকাল শ্রীলঙ্কা, আসতে পারে অনাস্থা প্রস্তাব