বাংলাদেশ ফুটবলারদের ক্যাম্প শুরু ১৬ মে, ইন্দোনেশিয়া যাত্রা ২৭ মে

নিজস্ব প্রতিবেদক : আগেই ঠিকঠাক ছিল মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই পর্বের আগে জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। বৃহস্পতিবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভা করে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন।

একটি ফিফা ফ্রেন্ডলি ও এশিয়ান কাপের তিনটি ম্যাচের জন্য জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ১৬ মে গাজীপুরের সারা রিসোর্টে। সেখান থেকে ফিরে জাতীয় দল অনুশীলন করবে বসুন্ধরা কিংস এরেনায়।

সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশে অনুশীলন সেরে আমাদের দল ২৭ মে ইন্দোনেশিয়ায় চলে যাবে। সেখানে ১ জুন ম্যাচ খেলে দল যাবে মালয়েশিয়ায়।’

আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ জুন বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে, ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল ফিরে আসবে ১৫ জুন।

 

পূর্ববর্তী নিবন্ধশতভাগ নিশ্চিত কোচ: পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে
পরবর্তী নিবন্ধচাঁদরাতে আসছে জেমসের নতুন গান