হৃদরোগে আক্রান্ত তৌসিফ আহমেদ, করতে হবে বাইপাস সার্জারি

বিনোদন ডেস্ক : তরুণ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার হার্টে বেশকিছু ব্লক ধরা পড়েছে।
তাই হৃদযন্ত্রে দ্রুত বাইপাস করতে হবে এই গায়কের।

রোববার (২৪ এপ্রিল) তৌসিফ রাজধানীর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তিনি বাসাতে আছেন এবং শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

এ নিয়ে তৌসিফ বলেন, ঈদ করতে বাসার সবাই গ্রামের বাড়িতে। এমন সময় আমি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে একাই দ্রুত বাসার পাশে ইবনে সিনা হাসপাতালে যাই। সেখানে পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে। তখনই বুঝতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছিল।

শিগগিরই তিনি এনজিওগ্রাম করবেন বলেও জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঈদের পর বাইপাস সার্জারি করাবেন।

তৌসিফ এর আগে ২০১২ প্রথম হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার পর বেশ সুস্থই ছিলেন। তবে গত পাঁচ বছর ধরে ডায়াবেটিকেও ভুগছেন তিনি।

‘দূরে কোথাও’, ‘বৃষ্টি ঝরে যায়’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তৌসিফ আহমেদ। তবে বর্তমানে গানে তাকে কম দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধআবারও সংক্রমণ বাড়ার শঙ্কা, কারিগরি কমিটির ৬ পরামর্শ
পরবর্তী নিবন্ধবিরাট কোহলির ব্যাটিংয়ে আগুন আছে, বললেন হ্যারি কেন