মেহেদি হাসান মিরাজের চোট গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (২৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলার সময় আঙুলে চোট পান মেহেদি হাসান মিরাজ। মৃত্যুঞ্জয়ের করা ১৭তম ওভারে শেষ বলে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় তার।

দ্রুত ড্রেসিং রুমে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এক্সরে শেষে বিকেলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের চোট গুরুতর নয়। তবে আঙুলে আঘাত লেগেছে। সেরে উঠতে সপ্তাহখানেক সময় লাগবে।

এদিন পায়ের গোড়ালীতে আঘাত পেয়েছেন শেখ জামালের হয়ে খেলা মুশফিকুর রহিমও। তাদের ইনজুরির বিষয়ে দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেছিলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে। ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। আর মিরাজের আঙুল একটু ফেটে গেছে। আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে।’

পূর্ববর্তী নিবন্ধপর্দায় ফিরলেন সেই পল্লব
পরবর্তী নিবন্ধসরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে: ড. হাছান মাহমুদ