রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সাভার প্রতিনিধি:

সাভারে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন নিহতের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রানা প্লাজার বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে এ শ্রদ্ধা জানান তারা।

এ সময় উপস্থিতরা ২৪ এপ্রিলকে পোশাক শিল্পে শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি করেন।

উপস্থিত শ্রমিক নেতাদের অভিযোগ, রানা প্লাজা দুর্ঘটনার নয় বছর পূর্ণ হলেও আজও শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। করা হয়নি আহত শ্রমিকদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা। তাই দ্রুত দাবিগুলো বাস্তবায়ন চান তারা।

মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দ ব্যাপারী, সাভার রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত