স্পোর্টস ডেস্ক : স্বাস্থ্যবিষয়ক সংস্থার কর্মকর্তারা মাঠে নেমে পড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচটি পুনরায় আয়োজন করার ব্যাপারে আলোচনা শুরু হলেও তাকে বাঁধ সেধেছে আর্জেন্টিনা।
ম্যাচটি নাকি খেলতে চায় না তারা। তবে ফিফা জানিয়ে দিয়েছে, ম্যাচটি খেলতেই হবে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২২ বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার। এমনকি শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে। তাই ম্যাচটির প্রয়োজনীয়তা দুই দলের জন্যই প্রায় ‘নেই’ বললেই চলে। তাছাড়া আগামী জুনে অস্ট্রেলিয়ার মাটিতে একটি প্রীতি ম্যাচও খেলবে এই দুই পরাশক্তি। ফলে বাছাইপর্বের ম্যাচটি না খেলার ইচ্ছে প্রকাশ করে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আপত্তি জানালেই তা ধোপে টেকেনি। কারণ ফিফা তাদের নির্দেশ দিয়েছে। আগামী সেপ্টেম্বরেই ম্যাচটি খেলতে হবে। তবে ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে। আগে ম্যাচটি ব্রাজিলেই হওয়ার কথা থাকলেও এএফএ-কে পাঠানো চিঠিতে ম্যাচের ভেন্যুর ব্যাপারে কিছু বলা হয়নি।
গেল বছর সেপ্টেম্বরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সেদিন খেলা গড়ানোর সাত মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। পরে এক বিবৃতিতে ফিফা জানায়, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে।
সেবার ফিফা জানিয়েছিল, দুই চিরপ্রদ্বিন্দ্বীর স্থগিত হওয়া ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছিল ফিফা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়।
ওই ম্যাচে আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে নিয়ে মূল ঝামেলা বাধে। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে তাদের নিয়ে আগে থেকেই তদন্ত চালিয়ে যাচ্ছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মাঠে খেলতে নামার পর সন্দেহ সত্যি হয়। আর ৭ মিনিটের মাথায় নাটকীয়ভাবে স্থগিত করা হয় ম্যাচটি।