বৃদ্ধের হাত বাঁধা মরদেহ উদ্ধার, স্ত্রী-ছেলে-মেয়ে ও পুত্রবধূ আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সুপারি গাছের সঙ্গে পেছন দিক থেকে দুই হাত বাঁধা অবস্থায় মিলন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির গলায় দড়ি পেঁচানো ছিল।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিলন দক্ষিণ খাগুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে মো. স্বপন, পূত্রবধূ নাজমা বেগম ও মেয়ে নিপুকে থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় গাছের সঙ্গে বেঁধে গলায় দড়ি পেঁচিয়ে মিলনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহ বাঁধা অবস্থায় রেখেই তারা পালিয়ে যান। সকালে বাড়ির লোকজন মিলনের মরদেহ দেখতে পান। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে মিলনকে হত্যা করা হয়েছে। ঘরের পাশেই ঘটনাটি ঘটেছে। এজন্য পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ: রেলমন্ত্রী
পরবর্তী নিবন্ধনিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল তিনদিনের রিমান্ডে