খাগড়াছড়িতে আরও তিন ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রামগড় উপজেলার দাতারামপাড়া এলাকায় জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া গুইমারা উপজেলাতেও মদিনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার মহালছড়ি উপজেলায় আরো দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল শুরু
পরবর্তী নিবন্ধপরকীয়ায় জড়িত নারীরা বিড়াল বেশি পোষেন: গবেষাণা