স্পোর্টস ডেস্ক : মাশরাফি, সাকিবদের লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য আহামরি বড় ছিল না। বিকেএসপিতে তামিম ইকবালের প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করতে নেমে ৩৩ ওভারের ম্যাচে ১৫২ রানে গুটিয়ে যায়। কিন্তু তাদের নিয়ন্ত্রিত বোলিং ও রূপগঞ্জের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে নাটকীয় মোড় নেয়।
তাইজুলের সরাসরি থ্রোতে সাকিব যখন রান আউট হন, তখন জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন ৭৭ বলে ৬৯ রান। হাতে ৩ উইকেট। সেখান থেকে জুটি বাঁধেন মোক্তার আলী ও তানভীর হায়দার। দুজনের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে ৩ উইকেটেই জয় পায় রূপগঞ্জ।
শেষ দিকে কঠিন পরিস্থিতিতে এক হাতে দলকে জিতিয়েছেন মোক্তার। শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ২০ রান। পেসার রাজার করা প্রথম বল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন মোক্তার। ওই ওভারে মোট ১১ রান তুলে লক্ষ্য নাগালে নিয়ে আসেন দুই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ওভারে রূপগঞ্জের দরকার ছিল ৯ রান।
স্পিনার মেহেদীর প্রথম দুই বলে দুই রান নেন তানবীর ও মোক্তার। তৃতীয় বল লং অনে পাঠিয়ে মোক্তারের ব্যাট থেকে আসে ২ রান। শেষ ৩ বলে দরকার ৫ রান। চতুর্থ বলে সমীকরণ মিলিয়ে দেন ডানহাতি ব্যাটসম্যান। অফস্পিনারের বল লং অফ দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান। তাতেই রূপগঞ্জের জয় নিশ্চিত হয়ে যায়।
৪৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রান করেন মোক্তার। তানভীর ৩৯ বলে করেন ৩১ রান। উপরের দিকে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি কেউ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাব্বির করেন ২৬ রান। মাঠে ফেরার ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ২১ রান।
সাকিব ব্যাটিংয়ে দলের প্রয়োজন মেটাতে না পারলেও বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। দীর্ঘদিন পর মাঠে ফিরে ৭ ওভারে ১৯ রানে ২ উইকেট। তার প্রথম ওভারের দ্বিতীয় বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ছক্কায় রানের খাতা খোলা তামিম। লিগে নিজের প্রথম ম্যাচে ৮ রানের বেশি করতে পারেননি তামিম।
প্রাইমের হয়ে ব্যাট হাতে আজও দ্যুতি ছড়ান এনামুল হক বিজয়। ডানহাতি ওপেনার ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এই ইনিংসের মধ্য দিয়ে ঢাকা লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর সাইফ হাসান ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪। বিজয়ের ১২ ইনিংসেই রান ৮৭৮। ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে তার ২টি সেঞ্চুরি। ৭৮৭ রান নিয়ে নাঈম ইসলাম আছে দ্বিতীয় স্থানে।
বল হাতে সাকিবের মতো ২ উইকেট পেয়েছেন মাশরাফি। ডানহাতি পেসার ৩৩ রানে পেয়েছেন মুমিনুল ও মিঠুনের উইকেট। ৩.২ ওভারে ২০ রানে ২ উইকেট পেয়েছেন চিরাগ জানিও।
সুপার লিগে এটি রূপগঞ্জের দ্বিতীয় খেলায় দ্বিতীয় জয়। দুটি খেলা জিতেছে শেখ জামালও। ২২ পয়েন্ট নিয়ে তারা শিরোপার খুব কাছে। ১৮ পয়েন্ট নিয়ে রূপগঞ্জও আছে লড়াইয়ে। শেখ জামাল বাকি তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা নিশ্চিত করবে।