শিশু তাসপিয়া হত্যা মামলা ডিবিতে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু তাসপিয়ার হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঙ্গলবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, নির্দেশনা পেয়ে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ রাতেই মামলাটি হস্তান্তর করা হবে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিশু তাসপিয়া হত্যার মামলাটি হস্তান্তরের নির্দেশনা পেয়ে ডিবির পরিদর্শক মো. সবজেল হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি কাজও শুরু করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে শিশু তাসপিয়া নিহতের ঘটনায় তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামে জমির মাটি কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন প্রবাসী আবু জাহের। তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের সাঙ্গু নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্মস্থলে যোগদান-বকেয়া বেতনের দাবিতে কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ