টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা দশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাংকিংয়ে সেরা দশে ঢুকলেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই পেসার চার ধাপ এগিয়েছেন। ২০২১ সালের সেরা ক্রিকেটার শেষের আগের ওভারে সর্বোচ্চ চেষ্টা করলেও পাঁচ বল হাতে রেখে জিতে যায় অস্ট্রেলিয়া।

মার্চের সেরা খেলোয়াড় বাবর আজম ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের সর্বোচ্চ স্থানে আছেন। আর ২০২১ সালের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে দুই থেকে তিনে নেমেছেন।

ওই ম্যাচে না খেলা জশ হ্যাজেলউড এক ধাপ নেমে তিনে, আদিল রশিদ দুই নম্বরে উঠে গেছেন।

নেপালের দীপেন্দ্র সিং আইরি পিএনজি ও মালয়েশিয়াকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফাইনালে অপরাজিত ৫৪ রান ও ১৮ রানে ৪ উইকেট নিয়ে হন সিরিজের সেরা খেলোয়াড়। তিনি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে। এছঅড়া বোলার র‌্যাংকিংয়ে ৪৭ ধাপ এগিয়ে ১৩৫ নম্বরে এবং অলরাউন্ডার হিসেবে ১০ ধাপ এগিয়ে দশম।

নামিবিয়ার জেজে স্মিট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের সেরা পাঁচে ঢুকে গেছেন। উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রান করার পর হ্যাটট্রিকসহ ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে চার নম্বরে।

টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে খুব বড় পরিবর্তন বলতে কেশব মহারাজের অবস্থান। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে-বলে ম্যাচসেরা ও সিরিজ সেরা হওয়ার পর বোলার র‌্যাংকিংয়ে ২১ নম্বরে উঠেছেন এবং অলরাউন্ডার তালিকায় ১৩তম তিনি।

পূর্ববর্তী নিবন্ধনারী অফিসিয়ালকে ঢুস মেরে বরখাস্ত ব্রাজিলিয়ান প্রধান কোচ
পরবর্তী নিবন্ধঠোঁটে-নাকে সার্জারি করানো অভিনেত্রীদের একহাত নিলেন ফারিয়া