প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারের জন্য সুপ্রিম কোর্টে আসা মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (১৩ এপ্রিল) এক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এই কর্মশালার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, সুন্দরবন বা ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো এক টুকরো জমি রক্ষার জন্য অসহায় মানুষ আসলো সুপ্রিম কোর্টে। অনেক ক্ষেত্রে আইনজীবীদের কাছে তেমন সহযোগিতা পায় না তারা। অনেক আইনজীবী খারাপ আচরণ করেন, টাকা-পয়সা চান। লিগ্যাল এইডকে তাদের পাশে দাঁড়াতে হবে।

ফের হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেন, আদালত অঙ্গনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। কিছু কিছু অসাধু কর্মকর্তার কারণে সবার বদনাম হয়। অপরাধীদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠিত বোধ করা হবে না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ উপলক্ষে সাদী মহম্মদ ও অণিমা রায়ের গান
পরবর্তী নিবন্ধচলতি অর্থবছরে ৬.৪% প্রবৃদ্ধি হবে : বিশ্বব্যাংক