দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে কুড়িগ্রামগামী ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিরামপুর স্টেশন প্লাটফর্মে মঙ্গলবার (৫ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাজেদা ওই উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

এ বিষয়ে নিহত বৃদ্ধার ছেলে শরিফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। বেশ কয়েক মাস থেকে মাজেদা পেটের পিড়ায় ভুগছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে এক ব্যক্তির খবর দিলে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ শনাক্ত করে তারা।

বিরামপুর রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করে। এ সময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল স্থলবন্দরে বসলো ৩৭৫ সিসি ক্যামেরা
পরবর্তী নিবন্ধব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের মেয়াদ বেড়েছে