হাফ ভাড়া দেয়ায় কলেজছাত্রকে মারধর, বিচার চেয়ে থানায় অবস্থান

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে ওয়েলকাম পরিবহনে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হলে সড়কে চলাচলকারী ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটকে রেখেছেন সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সাভার মডেল থানায় অবস্থান নিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বিক্ষুব্ধ সহপাঠিরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় ওয়েলকাম বাসের যাত্রী ওই শিক্ষার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম ইউনুস কবির সেলিম (১৮)। সে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া রিপনসহ আরো একজনকে গালিগালাজসহ মারধর করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সেলিম জানায়, ‘আমরা দুইজন আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে সাভার থানা স্ট্যান্ডের উদ্দেশে যাওয়ার জন্য ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। পরে পল্লীবিদ্যুৎ থেকে আমাদের আরেক সহপাঠী ওঠে। আমরা থানা স্ট্যান্ডের একটু আগে পৌঁছলে কন্ট্রাক্টর বাসের ভাড়া চান। আমরা তিনজনের অর্ধেক ভাড়া ২২ টাকার জায়গায় ৩০ টাকা দিই। শিক্ষার্থী পরিচয় দিলেও কন্ট্রাক্টর আমাদের গালিগালাজ করে মারধর করেন। এসময় আমার হাত গাড়ির গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে কেটে যায়। পরে আমার অন্যান্য সহপাঠীরা জানতে পারলে তারা সড়কে এসে ওয়েলকাম পরিবহনের আটটি বাস আটক করে। এখন আমরা বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছি। আমরা ওই কন্ট্রাক্টর ও গাড়ির চালকের বিচার চাই। ’
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাশ বলেন, দুই পক্ষকে নিয়ে একত্রে থানায় বসেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তা না হলে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘অবাধ্য’ ইমরানকে সাজা দিতে চায় যুক্তরাষ্ট্র : রাশিয়া
পরবর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বাকি কর্মসূচি ঈদের পর পালন করবে বিএনপি