শ্রীলঙ্কার জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার অ্যাথলেটিকসের শতবর্ষ উপলক্ষ্যে গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে হাফ ম্যারাথনে অংশ নিতে গিয়েছিলেন বাংলাদেশের চার ক্রীড়াবিদ।

এবার দেশটির জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ানসহ দুই অ্যাথলেট। আগামী ৮, ৯ ও ১০ এপ্রিল এই জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া দুইজনই বিকেএসপির শিক্ষার্থী। অন্যজন নুসরাত জামান রুনা। সুমাইয়া ও রুনা দুজনই সেখানে ১০০ মিটার ৪০০ মিটারে অংশ নেবেন। কোচ কাম অফিসিয়াল হয়ে যাচ্ছেন মো. আমিনুল ইসলাম।

এই চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন কলম্বোয় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের কংগ্রেস ও নির্বাচন। বাংলাদেশ নির্বাচনে যুগ্ম সম্পাদক বা সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

কংগ্রেসে অংশ নিতে শ্রীলংকা যাচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

বাংলাদেশ দল শ্রীলংকা যাবে বুধবার দুপুর আড়াইটায়।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানে জব্দ জাটকা ছিনিয়ে নিয়ে ফের বিক্রী, নির্বাক মৎস কর্মকর্তা
পরবর্তী নিবন্ধরস টেলরের বিদায়ী ম্যাচে নিউজিল্যান্ডের বড় জয়