স্পোর্টস ডেস্ক : ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টির শিরোপা জিতলো বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৮রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করে গুলামদিন। এছাড়া শচীন ২৪, শিভা ২৩ ও কৈলাশ করেন ২১ রান। বাংলাদেশের বোলার ভোবেন নেন দুই উইকেট।
১০৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ১১ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৩২ বলে ৬০ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন ওপেনার কাজল। ২৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমিত। ১৩ রানে অপরাজিত থাকেন জাভেদ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের জন্য দশ কোটি টাকার ফান্ড গঠণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকে ৫ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।