পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শঙ্কায় মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক : ট্রেনিংয়ের সময় নিতম্বের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই খবর জানিয়েছেন। মঙ্গলবার লাহোরে হতে যাওয়া প্রথম ওয়ানডেতে তার স্থলাভিষিক্ত হয়েছেন উদীয়মান তারকা ক্যামেরন গ্রিন।

মার্শের অনুপস্থিতি সফরকারীদের বোলিং আক্রমণকে আরো দুর্বল করে দিলো। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স বিশ্রামে এবং হ্যামস্ট্রিংয়ের চোটে এরই মধ্যে ছিটকে গেছেন কেন রিচার্ডসন।

সোমবার লাহোরে ফিঞ্চ বলেছেন, ‘সে তার হিপ-ফ্লেক্সরে চোট পেয়েছে, আমরা মনে করছি ট্রেনিংয়ে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ইনজুরিটা কেমন। কিন্তু আমি মনে করি না এই সিরিজে সে থাকবে, গতকাল তার অবস্থা দেখেই এই কথা বলছি।’

এদিকে এই ইনজুরিতে দিল্লি ক্যাপিটালসের হয়েও মার্শের খেলা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। ৬ এপ্রিল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধমিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ আর রহমানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধনীলফামারী ডোমারে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পরদিন পুত্রবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার