তীব্র আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে : মির্জা ফখরুল

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। আর বিকল্প নেই।

রোববার (২৭ মার্চ) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের সূচনা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, নিরপেক্ষা সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার দিতে হবে। আপনাদের সময় শেষ হয়ে এসেছে।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে— তথ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে? যে সংবিধান আপনারা বার বার ছিঁড়ে ফেলেছেন, বার বার কেটেকুটে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন? দেশের মানুষ এই সংবিধান আবারও রচনা করবে।

পুলিশের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা মনে করবেন না আওয়ামীলীগ চিরদিন ক্ষমতায় থাকবে। বিএনপি, খালেদা জিয়া কিংবা তারেক রহমান সম্পর্কে কটূক্তি করবেন না। করলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ জিয়ার ঘোষণায় যেভাবে চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধে সূচনা হয়েছিল, সেভাবে চট্টগ্রাম থেকেই এই সরকারের পতন আন্দোলনের সূচনা করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅক্ষরের ঝড়ে জয় দিয়ে শুরু দিল্লি ক্যাপিট্যালসের
পরবর্তী নিবন্ধডিএমপি কমিশনারের সমালোচনায় রুহুল কবির রিজভী