খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমি সবসময় বলার চেষ্টা করেছি, দেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা কেউ যদি থাকেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে আজকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, আজকে তাকে এ সরকার আটকে রেখেছে। চিকিৎসার সুযোগটুকু দেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলের নেতা তারেক রহমানও ওইসময় তার ছোট ভাইসহ খালেদা জিয়ার সঙ্গে বন্দি ছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধে ওই ছোট ছেলেটির অবদানও অস্বীকার করার উপায় নেই। অথচ এ নেতাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না।’

ফখরুল বলেন, ‘যে নেত্রী একজন গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণার পরে সেদিন যখন সোয়াত জাহাজের দিকে এগোচ্ছিলেন, তখন পাকিস্তানি কমান্ডার আমাদের অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার সোহরাব হোসেন সেনাবাহিনীর সৈনিকদের নিরস্ত্র করার চেষ্টা করছিলেন। সেই সময়ে খালেদা জিয়া প্রথম বলেছিলেন, যতক্ষণ জিয়াউর রহমান ফিরে না আসেন, ততক্ষণ তোমরা অস্ত্র সমর্পণ করবে না। এটা দিয়ে ওনার শুরু।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধ নয়, ‘এক ব্যক্তির’ জন্মশতবার্ষিকীকে সরকার প্রাধান্য দিয়েছে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘এখানে অবস্থাদৃষ্টিতে তাই মনে হয়েছে। তারা (সরকার) কতগুলো প্রোগ্রামে মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন প্রবাসী সরকার, জেনারেল ওসমানি, কয়বার তাদের নাম উচ্চারণ করা হয়েছে। সেক্টার কমান্ডারদের নাম কতবার বলা হয়েছে বা তাজউদ্দিন আহমেদের নাম কয়বার উচ্চারণ করা হয়েছে? আপনারা নিজেরাই তো বুঝবেন।’

বিএনপিকে নির্মূল করার চক্রান্ত চলছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘জাতিগতভাবে খুব আমরা খুব বিপজ্জনক অবস্থায় পড়ে আছি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্রনির্মাণ করা, সেটাই আজকে সবচেয়ে বিপদের সম্মুখীন। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত হচ্ছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন ও সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধসপরিবারে যুক্তরাজ্য গেলেন জাফরুল্লাহ চৌধুরী