ডোপিংয়ে ধরা পড়ে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জুবাইর হামজা

স্পোর্টস ডেস্ক : আইসিসির অ্যান্টি ডোপিং কোডে ধরা পড়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবাইর হামজা। পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এ ব্যাটার।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, চলতি বছরের ১৭ জানুয়ারি ডোপিং টেস্টের জন্য জুবাইর হামজার নমুনা নেওয়া হয়েছিল। সেখানে ফিউরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে।

যা কি না আইসিসি অ্যান্টি ডোপিং কোডের সেকশন এস৫-র অধীনে নিষিদ্ধ বস্তুগুলোর একটি। এ কারণে বড়সড় শাস্তির মুখেই পড়তে হবে জুবাইরকে।

২০১৯ সালের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৬ বছর বয়সী জুবাইরের। ক্রিকেটে ফেরার পর দক্ষিণ আফ্রিকার ১০০তম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি।

গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলেন তিনি। সবমিলিয়ে ৬ টেস্ট ও একমাত্র ওয়ানডেতেই সীমাবদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার স্বীকৃতি পেতে বাধা বিএনপির অপচেষ্টা: হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ জিতেও চ্যাম্পিয়ন হলো ভারত