চারুপাঠ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের চারুপাঠ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষা সফর বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে দিনব্যাপি এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইংরেজি দৈনিক বিজনেস পোস্ট’র সিনিয়র রিপোর্টার এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সভাপতি রাহাদ সুমন। চারুপাঠ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুনীর হুসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাগর মাহমুদ রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নিয়াজ বলেন, তাত্ত্বিক নয়, ব্যবহারিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রয়োজন। এজন্য শিক্ষকদের পেশার প্রতি আন্তরিক হওয়া দরকার। তিনি আরও বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধজামায়াতের সাবেক এমপি খালেক মণ্ডলসহ দুইজনের রায় আজ