তাসকিন আহমেদের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক : আইপিএল তাকে ডাকছিল। কিন্তু দেশের স্বার্থে ওত বড় সুযোগও লুফে নেননি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে দেশ পরে সব কিছু। দেশের প্রতি তাসকিন আহমেদের যে নিবেদন, তার পুরস্কার এবার মাঠেও পেয়ে গেলেন।

সেঞ্চুরিয়ানে আজ (বুধবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতবে টাইগাররা।

এমন এক ম্যাচে রীতিমত আগুন ঝরানো বোলিং করলেন তাসকিন, একাই কোণঠাসা করে দিলেন প্রোটিয়াদের।

ওয়ানডে ক্যারিয়ার তার শুরুই হয়েছিল ৫ উইকেট দিয়ে। সেটাও ভারতের মতো দলের বিপক্ষে। ২০১৪ সালে মিরপুরে তাসকিন তার অভিষেক ম্যাচে ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

তবে এরপর ৪৭ ওয়ানডেতে ফাইফারের দেখা পাননি তাসকিন। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো টাইগার গতিতারকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (বুধবার) সেঞ্চুরিয়ানে আগুন ঝরানো বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী
পরবর্তী নিবন্ধবিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে : জাহাঙ্গীর কবির নানক