ভারতের কাছে ১১০ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে ১১০ রানে হারল বাংলাদেশের মেয়েরা। ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে নিগার সুলতানার দল ৪০.৩ ওভারে ১১৯ রানে সবকটি উইকেট হারায়।

রান তাড়া করতে নেমে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সালমা-লতার জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস দিলেও শেষ পর্যন্ত আর লড়াই করতে পারেনি মেয়েরা। সর্বোচ্চ ৩২ রান করেন সালমা। লতা মণ্ডল ২৪, মুরশিদা খাতুন ১৯ ও রিতু মনি করেন ১৬ রান। এ ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি। জাহানারা আলম ১১ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্নেহ রানা ২টি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও পূজা ভস্ত্রকার।

টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান।

এদিকে ভারতের শুরুটা উড়ন্ত হলেও মাঝে চেপে ধরে বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন যষ্টিকা ভাটিয়া। ৪২ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে। এ ছাড়া স্মৃতি মান্দানা ৩০, রিচা ঘোষ ২৬ ও স্নেহ রানা ২৭ রান করেন। পূজা ভস্ত্রকার ৩০ ও ঝুলন গোস্বামী ২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিতু মনি। এ ছাড়া নাহিদা আক্তার ২ ও জাহানারা আল, নেন ১টি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ১২ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধএকাত্তরের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত: মাহবুব উল আলম হানিফ