ইতিহাস বিকৃতিকারীরা কখনো ক্ষমা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি:

যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চান, বিকৃতি করতে চান তারা কখনো ক্ষমা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে খাটো করতে পারবে না। তাকে (আমরা) হৃদয়ে ধারণ করি। এ আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন। এজন্য দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বটমলেস বাসকেট’ (তলাবিহীন ঝুড়ি) থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।

অনুষ্ঠানে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করেন আসাদুজ্জামান খান কামাল।

এসময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশীতলক্ষ্যায় লঞ্চে ধাক্কা দেওয়া সেই জাহাজ আটক
পরবর্তী নিবন্ধভারতের উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ