বদলে গেলো ‌‌`বঙ্গবন্ধু’ বায়োপিকের নাম

বিনোদন ডেস্ক : বদলে গেলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকের নাম। ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমাটির শুটিং শুরু করেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল।

তবে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে বদল হলো এর নাম। জানা গেলো, সিনেমাটির নতুন নাম রাখা হয়েছে ‘মুজিব’। ট্যাগ লাইনে লেখা-একটি জাতির রূপকার। বৃহস্পতিবার (১৭ মার্চ) এফডিসির প্রজেকশন হলে সিনেমাটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এমনটা জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, দীঘি, দিব্য, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও সিনেমাটির কলাকুশলীরা। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারত।

পূর্ববর্তী নিবন্ধ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান
পরবর্তী নিবন্ধ“মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মসজিদে দোয়া মাহফিল”