টানা তৃতীয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ছোট হয়ে আসছিল বেশ কিছুদিন ধরে। ৫, ৩, ২, ১ … নেমে আসতে আসতে সংখ্যাটা এখন ‘০’, অর্থাৎ কোনো মৃত্যু নেই। টানা তিন দিন সংখ্যাটা শূন্যই থাকল। আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দুই দিনের মতো সবশেষ ২৪ ঘণ্টায়ও করোনায় বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা অপরিবর্তিত (২৯ হাজার ১১২) থাকল।

দিন দিন কমছে করোনা শনাক্তের সংখ্যাও। ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় আক্রান্ত হয়ে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধ২৯ মার্চ মিরপুরে এ আর রহমানের কনসার্ট, থাকবে ১৪ হাজার দর্শক
পরবর্তী নিবন্ধশেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে পেছাল হান্ড্রেডের ড্রাফট