সীতাকুণ্ডে আগুনে পুড়লো বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় আগুন ধরে পুড়ে গেছে ‘নিউ এডিশন’ নামের একটি যাত্রীবাহী বাস। এই সময় বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে গিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড স্কুলের সামনে এই অগ্নিকোণ্ডের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী নিউ এডিশন (ঢাকা মেট্রো ব-১৩-০০০১) নম্বরের বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, বাসের ইঞ্জিন মাত্রাতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বাসটি পুরোপুড়ি পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার মামলা থেকে রেহাই পেলেন শিল্পা শেঠি ও তার বোন শমিতা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ৮ জুন